অযোধ্যায় রাম মন্দির স্থাপনের পর থেকে উত্তরপ্রদেশের ওই রাজ্য হয়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। পবিত্র নগরী অযোধ্যায় (Ayodhya) এবার স্থাপন হচ্ছে রেমন্ড স্টোর (Raymond Store)। মঙ্গলবার আয়োজিত হয়েছিল স্টোরের ভূমিপুজো। হাজির ছিলেন রেমন্ডস কর্তা গৌতম সিংহানিয়া। ভূমিপুজোর একটি ছোট ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে গৌতম লিখেছেন, ‘স্টোরটি বিস্তৃত বিভাগ জুড়ে তৈরি হয়েছে। যা পুরুষদের জন্যে ঐতিহ্যবাহী এবং সমসাময়িক ভারতীয় পোশাকের সম্ভার তুলে ধরবে’। তিনি এও জানিয়েছেন, এই রেমন্ড স্টোরের উদ্দেশ্য থাকবে অযোধ্যা রামলালার দর্শনে আসা ভক্তদের সেবা করা।
অযোধ্যায় রেমন্ড স্টোরের ভূমিপুজো…
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।