প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্লাস ঘর তৈরির কাজ শুরু করল রাজারহাট পঞ্চায়েত সমিতি
রাজারহাট: জামালপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্লাস ঘর তৈরির কাজ শুরু করল রাজারহাট পঞ্চায়েত সমিতি। মাসখানেক আগে ভগ্নদশাপ্রাপ্ত স্কুল বাড়িটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারপর প্লাস্টিক ও ত্রিপল দিয়ে ঘিরে গাছতলায় প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির পঠনপাঠন শুরু হয়। সেখানে প্রায় ৯০ পড়ুয়া ক্লাস করে। এবার স্কুল প্রাঙ্গণে নয়া শ্রেণিকক্ষ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে গ্রীষ্ম ও বর্ষা।
এই সময় পঠনপাঠনে যাতে সমস্যা না হয় তার জন্য জরুরি ভিত্তিতে পঞ্চায়েত সমিতি ঘর তৈরি করে দিচ্ছে। জামালপাড়ার এই স্কুলটির সামনে ফাঁকা মাঠ আছে। সেখানে টিনের ছাউনি ঘিরে এখন অস্থায়ীভাবে হচ্ছে ক্লাস। শনিবার বিডিও গোলাম গওসল আজম, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান ঘর তৈরির কাজ পরিদর্শনে যান।
বিডিও বলেন, ‘গরমের কথা মাথায় রেখে টিনের ছাউনির নীচে ফলস সিলিং বসানো হবে। পর্যাপ্ত পাখা থাকবে।’ পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, ‘অস্থায়ীভাবে চারটি ক্লাস তৈরি হচ্ছে। এই কাজে পঞ্চায়েত তহবিল থেকে পাঁচ লক্ষ ৫১ হাজার টাকা বরাদ্দ হয়েছে
Source By bartamanpatrika.com
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।