টিনসেল টাউনের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা এবার প্রযোজকের ভূমিকায়। প্রথম ছবিতেই কাস্টিংয়ে ছক্কা হাঁকিয়ে তিনি।
মনীশ প্রযোজিত প্রথম ছবি বান টিক্কির শ্যুটিং সবে শেষ হয়েছে। সেই শ্যুটিংয়ে দীর্ঘ চার দশক পরে একসঙ্গে কাজ করলেন আটের দশকের বলিউডের দুই প্রথমসারির নায়িকা জিনাত আমন ও শাবানা আজমী। গত সোমবার রাতে ছবির র্যাপ আপ পার্টিতে নজর কাড়লেন দুজনেই।
১৯৮২ সালের সুপারহিট অশান্তি ছবির পর আবার মনীশের বান টিক্কিতে জুটি বেধেছেন এই দুই অভিনেত্রী। তাই, ছবির পার্টিতে দুজনকে ফের একসঙ্গে দেখে আনন্দে আপ্লুত দুই নায়িকার ভক্তরা।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।