সকাল সকাল মেঘলা আকাশে দিন শুরু হলেও বেলা বাড়তে চড়ছে তাপমাত্রার পারদ। বসন্তের গরমে ঘাম ঝরছে দক্ষিণবঙ্গবাসীর। এর মাঝেই শনি ও রবিবার বাংলা জুড়ে হতে পারে বৃষ্টি। এই খবরেই উইকেন্ডে স্বস্তির আশা দেখছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কিন্তু সোমবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে গরমের গ্রাফ! হাওয়া অফিস বলছে আজ ও আগামিকাল দুই বঙ্গেই […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।