বুধবারই মহা সাড়ম্বরে পালিত হয়েছে রামনবমী। এবছরটা বিশেষ কারণ চলতি বছরই অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবার শ্রীরামচন্দ্রকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণই হয়ে উঠল ত্রিচুর ব্রাদার্স নামে একটি ব্যান্ডের পরবর্তী গানের গীতিকা। গানের নাম দেওয়া হয়েছে ‘মেরা রাম, মেরা প্রাণ’। ত্রিচুর ব্রাদার্স নামে ওই গানের দলের পক্ষ থেকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। ওই পোস্ট রিট্যুইট করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ত্রিচুর ব্রাদার্সের এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণই আমাদের পরবর্তী গানের প্রোডাকশনের গীতিকা। লাখ লাখ কোটি কোটি রামভক্তদের জন্য উৎসর্গীকৃত।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই পোস্টটি রিট্যুইট করে লেখেন, ‘একটি অসাধারণ প্রচেষ্টা! প্রভু শ্রীরামচন্দ্র সত্য, ন্যায়, নিষ্ঠা ও সাহস ও পরাক্রমের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি আমাদের ন্যায় ও ধর্মের পথে চলতে অনুপ্রেরণা জুগিয়েছেন। উনি আমাদের কাছে আলোর ও ন্যায়ের পথের দিশারি। সময়ের কষ্টিপাথরে ওঁর মাহাত্ম্য নতুন উচ্চতা ছুঁয়েছে।’
তাৎপর্যপূর্ণ ভাবে, ত্রিচুর ব্রাদার্স এক্স হ্যান্ডেলে নিজেদের পোস্টে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন গড়করি, অযোধ্যার শ্রীরামমন্দির ট্রাস্ট ও তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাইকেও ট্যাগ করেছে। এবারের লোকসভা নির্বাচনে এটাও পরোক্ষভাবে বিজেপির নির্বাচনি কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।