ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পাঁচ এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
রোববার এক এক্সবার্তায় সেন্টকম জানায়, শনিবার হুতিদের তিনটি মোবাইল অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল, একটি মানুষবিহীন সারফেস ভেসেল ও আন্ডারওয়াটার ভেসেলে হামলা চালিয়েছেন মার্কিন সেনারা। গত ২৩ অক্টোবর লোহিত সাগরে হুতিদের আক্রমণ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো তাদের আন্ডারওয়াটার ভেসেল মোতায়েনের বিষয়টি নজরে এসেছে।
গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে প্রায় ২৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। পরে এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম যুক্ত করে তারা।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।