ভোটের মুখে নির্বাচন কমিশনারের ইস্তফার জেরে ফাঁপরে পড়েছেন রাজীব কুমার!
ওয়েব ডেস্ক:- সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই নির্বাচন কমিশনারের ইস্তফায় মহা ফাঁপরে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, কারণ অরুণ গোয়েলের ইস্তফার পর বর্তমানে কমিশনে তিনি একাই সদস্য। অরুণ গোয়েল ছাড়া অনুপ চন্দ্র পাণ্ডে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি তিনিও অবসর গ্রহণ করেছেন। একা মুখ্য নির্বাচন কমিশনার তো গোটা লোকসভা নির্বাচন পরিচালনা করতে পারবেন না।
তাই নতুন কমিশনার নিয়োগ করতে তৎপর কেন্দ্র। কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী ১৫ মার্চ বৈঠকের পরই নতুন দুইজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হতে পারে। নিয়ম অনুযায়ী দেশের রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। তাঁর কাছে এই নাম সুপারিশ করে একটি কমিটি, যার সদস্য হলেন প্রধানমন্ত্রী,লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও একজন কেন্দ্রীয় মন্ত্রী। আগে এই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকলেও, গত বছরই সেই আইন সংশোধন করা হয়। কমিটি থেকে বাদ পড়েন প্রধান বিচারপতি।