ঊনকোটি জেলা বন দপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রিবার্ষিক ” পাখি উৎসব – ২০২৪ “
সুব্রত দে, ত্রিপুরা :- ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে ঊনকোটি জেলা বন দপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রিবার্ষিক ” পাখি উৎসব – ২০২৪ ” অনুষ্ঠানটি অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ,জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর ,ঊনকোটি জেলার শাসক ডিকে চাকমা ,দপ্তরের পিসিএফ তথা ঊনকোটি জেলা প্রভারি W ভুটিয়া, সমাজসেবী পবিত্র দেবনাথ , পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ,বন অধিকারিক কৃষ্ণ গোপাল রায়,।
এইদিনের অনুষ্ঠান শুরুতে শান্তি ও পবিত্রতার প্রতীক এক জোড়া পায়রা খোলা আকাশে উড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে মঞ্চে অথিতিদের বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্জলন করা হয়। এইদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্ভোধক তথা মন্ত্রী সুধাংশু দাস বলেন যে,প্রকৃতির অন্যতম অমূল্য সম্পদ হচ্ছে পশু ,পাখি ,প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে তাই আমাদের কর্তব্য তাদের রক্ষা করা।
তাছাড়া পাখি হচ্ছে মনোরম প্রাকৃতিক পরিবেশ তৈরির অন্যতম কারিগর তাই পাখিদের শিকার না করে পাখিদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।