মুক্তি পেল জোকার ফোলি এ ডিউক্স-এর ট্রেলার। টড ফিলিপসের ২০১৯ সাইকোলজিক্যাল থ্রিলারের সিক্যুয়েল এই ছবি, যা চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে ৷ জোয়াকিন ফিনিক্সের চরিত্র আর্থার ফ্লেক ওরফে দ্য জোকারের চরিত্রে ফিরে এলেন। সঙ্গে হার্লে কুইনের ভূমিকায় লেডি গাগা।
ছবির মুক্তিপ্রাপ্ত ট্রেলারের শুরুতেই দেখা যায় আর্থার জেলে জোকার অর্থাত আর্থার ফ্লেকেক-এর বন্দিদশা দিয়ে। এরপরে সে হার্লির সঙ্গে দেখা করে, প্রথম আলাপ থেকেই ধীরে ধীরে তাঁদের সম্পর্কের দৃঢ়তা বাড়তে শুরু করে। এরপর কীভাবে হার্লির পরামর্শে আর্থার জেল থেকে পালাতে সক্ষম হবে তাই দেখা যাবে ছবিতে। তারই আভাস পাওয়া গেল মিনিট দুয়েকের এই মিউজিক্যাল ক্রাইমের ট্রেলারে।
কিছু সাহসী দৃশ্য ও অতিরিক্ত হিংস্র দৃশ্যের জন্য ইতিমধ্যেই আর রেটিং পেয়েছে ছবিটি। আগামি অক্টোবরে জোকার ও কুইনের ডবল পাগলামির সঙ্গী হবেন দর্শক। এর আগে ২০১৯-এ জোকারের ভূমিকায় দুরন্ত অভিনয় করে অস্কার জয় করেছিলেন অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এবার সেই ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।