[ad_1]
নির্বাচনের আগে নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের বধূ অমৃতা রায়কে প্রার্থী করে চমক দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। সেই চমক খুব একটা কাজ না করায় শেষে প্রধানমন্ত্রী অমৃতা রায়কে ফোন করে সেই ফোনালাপ ভাইরাল করে প্রার্থীকে জেতার চেষ্টায় বিজেপি। তবে সেই ফোনালাপে নিজের পরিবারের প্রকৃত চেহারা তুলে ধরলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। নিজেই স্বীকার করলেন […]
[ad_2]
![কৃষ্ণচন্দ্র ব্রিটিশের পক্ষে ছিলেন! মেনে নিলেন বিজেপির প্রার্থী রাজার বংশধর 2 SIRDHARTHA DAS jpg](https://rbarta.com/wp-content/uploads/2024/05/SIRDHARTHA-DAS-jpg.webp)
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।