চলতি বছর বসতে চলেছে কোপা আমেরিকা কাপের আসর। আমেরিকার মাটিতে চলতি বছরের জুনে শুরু হবে কোপা আমেরিকা। টুর্নামেন্টের ড্র আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল বাছাই পর্ব থেকে উঠে আসা দুটি দলের। যে দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে থাকবে। সেই অপেক্ষাও শেষ। আর্জেন্টিনা পেল কানাডাকে। অন্যদিকে, ব্রাজিলের গ্রুপে জায়গা করে নিল কোস্টারিকা। কোপার বাছাই পর্বের […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।