< খুশকি দূর করতে কীভাবে ব্যবহার করবেন নিম

খুশকি দূর করতে কীভাবে ব্যবহার করবেন নিম

pic 1 1708414699
Spread the love

শীত কমতে না কমতেই অনেকের খুশকির সমস্যা শুরু হয়েছে। একবার খুশকির সমস্যা শুরু হলে নামি-দামি শ্যাম্পু ব্যবহার করেও মুক্তি পাওয়া যায় না। খুশকির সমস্যা দূর করতে নিমপাতা বেশ উপকারী। নিমের অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকির সমস্যা দূর করতে বেশ কার্যকর।

কীভাবে ব্যবহার করবেন নিম পাতা

১.মাথায় খুশকি থাকলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সপ্তাহে অন্তত তিন দিন মাথার ত্বকে নিমের তেল দিয়ে মালিশ করুন। বাড়িতেই সহজে এই তেল বানাতে পারেন। নারকেল তেলে কয়েকটি নিমপাতা ফুটিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন।

২. খুশকি দূর করতে নিমপাতার সঙ্গে দই মিশিয়েও লাগাতে পারেন। এতে চুল নরমও হবে। কয়েকটি নিমপাতা বেটে নিয়ে এক কাপ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এ বার এটি মাথার ত্বকে মাখিয়ে ২০ মিনিট রাখুন। ভালো করে ধুয়ে নিন।

৩. নিমের তৈরি হেয়ারমাস্কেও খুশকি দূর হবে। এজন্য কয়েকটি নিমপাতা বেটে নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এ বার মাথার ত্বকে এই মাস্কটি ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *