< পুরুষের সঙ্গী হিসেবে মোটা নারী ভালো কেনো? : গবেষণা

পুরুষের সঙ্গী হিসেবে মোটা নারী ভালো কেনো? : গবেষণা

পুরুষের সঙ্গী হিসেবে মোটা নারী ভালো কেনো?
Spread the love

 

 

পুরুষরা সাধারণত চিকন, লম্বা এবং ফিট মেয়ে বেশি পছন্দ করেন। তবে মেক্সিকো ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে অবাক করা তথ্য। এই গবেষণায় বলছে, যে ছেলেরা স্থুল গঠনের নারীর সঙ্গে সম্পর্কে থাকে, তারা অন্যদের চেয়ে বেশি সুখী।

 

গবেষণায় বলা হয়েছে, স্থুলকায় মহিলারা বেশি হাসিখুশি থাকেন। তাদের সেন্স অব হিউমার ভালো। নিজেদের কথা খোলাখুলি তারা সকলকে বলেন। এছাড়া মোটা নারীরা ভালো রান্নাও করেন।

 

অল্প উপহারেই খুশি থাকেন মোটা নারীরা। যেসব পুরুষ স্থুলকায় নারীদের ভালোবাসেন, তারা বেশি হাসেন এবং তাদের জীবনে মনোভাব খুবই ইতিবাচক। তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত।

 

অধিকাংশ মোটা নারী নিজেদের ওজন কমানোর কথা ভাবেন না। তারা খেতে অনেক পছন্দ করেন। যে দম্পতিরা একসঙ্গে হাসে, তাদের জীবন ভালো হয় এবং এই মানুষদের সম্পর্কও মজবুত হয়।

 

গবেষণায় আরও বলা হয়েছে যে, কার্ভি প্লাস সাইজের নারীদের সঙ্গীরা রোগা নারীদের সঙ্গীর তুলনায় দশগুণ বেশি আনন্দে থাকেন। এছাড়া প্লাস সাইজের নারীরা তাদের সঙ্গীদের জিমে গিয়ে ফিট থাকার জন্য চাপও দেন না।

 

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এজে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *