< গলগল করে বেরোচ্ছে লিটার-লিটার রক্ত, লালে-লাল বিমানের অন্দরমহল

গলগল করে বেরোচ্ছে লিটার-লিটার রক্ত, লালে-লাল বিমানের অন্দরমহল

WhatsApp Image 2024 02 20 at 8.00.29 PM
Spread the love

চলন্ত বিমানের মধ্যে, নাক-মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে এক যাত্রীর। সেই রক্ত ছিটকে গিয়ে লাগছে বিমানের ভিতরের মেঝেতে, দেওয়ালে। সিপিআর দিয়ে তাঁকে রক্ষা করার চেষ্টা করে চলেছেন ক্রু সদস্যরা। আতঙ্কে চিৎকার করছে বিমানের সকল যাত্রী।৮ ফেব্রুয়ারি থাইল্যান্ড থেকে জার্মানি যাওয়ার পথে ঘটনাটি ঘটে। বিমানে ওই প্রৌঢ় যাত্রীর নাক-মুখ থেকে অন্তত কয়েক লিটার রক্ত বের হয় এবং শেষ পর্যন্ত মাঝ আকাশেই তাঁর মৃত্যু হয়। কিন্তু, তার আগে প্রায় আধঘণ্টা ধরে আকাশপথে তীব্র আতঙ্কের মধ্য়ে অন্তত আধ ঘণ্টা সময় কাটাতে হয় যাত্রীদের।নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে, নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি জার্মান নাগরিক, বয়স হয়েছিল ৬৩ বছর। মধ্যরাতের কিছু আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে তিনি মিউনিখের ফ্লাইটে উঠেছিলেন। সহযাত্রীরা জানিয়েছেন, ওঠার সময়ই তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি অসুস্থ বোধ করছেন। তাঁর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু ঘামও হচ্ছিল। শ্বাস চলছিল অত্যন্ত দ্রুত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *