ধূপগুড়িতে কৃষি দফতরে চিতা বাঘের আতঙ্কে খাঁচা পাতলো বন দফতর !
জলপাইগুড়ি : – কৃষি দফতরের অফিসে চিতা বাঘের আতঙ্ক, খাঁচা পাতলো বন দফতর। ধূপগুড়িতে কৃষি দফতরের অফিসের ফার্মে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করে কর্মীরা। জানা গিয়েছে, সোমবার বিকেলে স্থানীয়রা চিতাবাঘের মতো দেখতে জন্তুকে ঘুরে বেড়াতে দেখে।
এরপর তারা ছবি তুলে আধিকারিকদের পাঠায়। কৃষি আধিকারিকরা তৎক্ষণাৎ বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করেন। মঙ্গলবার দুপুরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতা বাঘের উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখেন। বেশ কিছু জায়গায় পায়ের ছাপ খতিয়ে দেখেন বন কর্মীরা।
এরপর কৃষি দপ্তরের ফার্মে খাঁচা পাতে বন দফতর। সন্ধ্যায় ওই খাঁচায় ছাগলের টোপ দেওয়া হবে। তবে আদৌ চিতাবাঘ কি না সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কৃষি দফতরে কর্মরত কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।