মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামীকাল কলকাতা মহানগরীতে জনগর্জন সভা
দেবাশিস পাল,মালদা:- লোকসভা ভোটের আগে বিজেপি সরকারকে গদিচুত্য করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামীকাল কলকাতা মহানগরীতে জনগর্জন সভা। এই জনগর্জন সভায় সামিল হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃনমূলের নেতা,কর্মী ও মন্ত্রী থেকে শুরু করে মেহেনতি মানুষেরা ইতিমধ্যে কলকাতার বুকে পৌঁছে গেছে।রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,মালদা জেলার পরিষদের সদস্য বুলবুল খান, জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান ও হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে প্রায় ১০ হাজার তৃনমূল কর্মী ও সমর্থক ট্রেন ধরে কলকাতায় পৌঁছে গেছে। বাংলাকে বঞ্চনা করার জবাব চেয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবে তাঁরা।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।