< জানেন ২০২৩ সালে সবচেয়ে ডিলিট হয়েছে এই অ্যাপটি

জানেন ২০২৩ সালে সবচেয়ে ডিলিট হয়েছে এই অ্যাপটি

Capture
Spread the love
লতি বছর সবথেকে বেশি ডিলিট হয়েছে ইন্সটাগ্রাম। হ্যাঁ, ঠিকই শুনছেন যে অ্যাপে হাত পড়লেই নজরকাড়া সব ছবি, রিলসের দেখা পাওয়া যায় তা থেকেই নাকি মানুষের মন উঠে গিয়েছে। ২০২৩ সালে প্রচুর মানুষ ফোন থেকে ডিলিট করেছেন ইনস্টাগ্রাম।মার্কিন যুক্তরাষ্ট্রের টেক ফার্ম TRG ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, মেটার থ্রেডস অ্যাপ যারা ৫ দিনে ১০০ মিলিয়ন ইউজারের মাইলস্টোন স্পর্শ করেছিল, তাঁদের অ্যাক্টিভ ইউজার কমেছে ৮০শতাংশ। বহু সোশ্যাল মিডিয়া অ্যাপ জনপ্রিয় হয়ে ওঠার জন্য রীতিমতো সংগ্রাম চালিয়েছে গোটা বছর। রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি মানুষ ডিলিট করতে চান ইনস্টাগ্রাম অ্যাপ। ২০২৩ সালে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ, ‘কী ভাবে ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে হয়’ সার্চ করেছেন। বিশ্বব্যাপী প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১২,৫০০ জন সার্চ করেছেন কী ভাবে ডিলিট করা যায় ইনস্টাগ্রাম। যা প্রমাণ করে দেয় ফোনে এই অ্যাপ রাখতে অনিচ্ছুক অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *