ভোটের প্রচার নিয়ে এবার কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই বিধিভাঙার অভিযোগ উঠছে শাসক-বিরোধী দুদলের বিরুদ্ধেই। এবার তৃণমূলের মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া (June Malia) ও বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের (Yushuf Pathan) বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠছে। মেদিনীপুরে (Medanipur) নির্বাচনী প্রচারের ট্যাবলোয় সরকারি প্রকল্পের নাম ব্যবহার এবং শিশুদের মডেল করায় বিতর্ক ছড়িয়ে জুন মালিয়ার প্রচার নিয়ে। জুন […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।