বেসরকারি বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে
দেবাশিস পাল,মালদা:- মালদা তে বেসরকারি বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ বেসরকারি বাস চালকদের। বুধবার অফিস টাইমে এই অবরোধকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হল মালদহের গাজোলে। গাজোল ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালেন বেসরকারি বাসের চালকরা।
তাদের অভিযোগ অন্যায় ভাবে টোটো চালকদের একাংশ বাস চালককে বেধড়কভাবে মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যদিও টোটো চালকদের নাম পরিচয় এখনো জানা যায়নি এ বিষয়ে গাজোল থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন বাসচালক ইউনিয়নের সংগঠন।
এদিকে জাতীয় সড়কের উপর উত্তেজনা সহ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ এবং অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মালদা থেকে চাচলগামী বেসরকারি বাস গাজোল হয়ে যাচ্ছিল। সে সময় গাজোল বাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। টোটো চালকদের আটকের দাবিতে নির্দিষ্ট সময়ের জন্য পাবলিক বাস ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘট করেছেন । এদিকে সাধারণ মানুষের নির্দিষ্ট সময়ের জন্য বাস ধর্মঘটের ফলে সমস্যার সম্মুখীন হয় ।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।