[ad_1]
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC) শিক্ষার্থীদের উদ্দেশ্যে দূরশিক্ষার (Distance Learning) মাধ্যমে ভ্রান্ত বিষয়ে পড়ানো নিয়ে সতর্কবার্তা জারি করল। UGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয় সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্যই এই এই এই সিদ্ধান্ত জানিয়েছে।
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, UGC স্বীকৃত ডিসটেন্স মাধ্যম ইউনিভার্সিটি গুলি এমন কোন বিষয়ে পাঠ দান করতে পারবে না যেগুলি ইউজিসি স্বীকৃতি দেয় না। যে বিষয়গুলি ডিসটেন্স মাধ্যমে পাঠদানের জন্য UGC স্বীকৃতি প্রদান করে না, সেগুলি হল-
১. ইঞ্জিনিয়ারিং (Engineering)
২. মেডিক্যাল (Medical)
৩. ফিজিওথেরাপি (Physiotherapy)
৪. অকুপেশন্যাল থিয়োরি অ্যান্ড আদার প্যারা মেডিক্যাল ডিসিপ্লিন (Accupational Therapy And The Other Paramedical Discipline)
৫. ফার্মাসি (Pharmacy)
৬. ডেন্টাল (Dental)
৭. আর্কিটেকচার (Architecture)
৮. ল (Law)
৯. অ্যাগ্রিকালচার (Agriculture)
১০. হর্টিকালচার (Horticulture)
১১. হোটেল ম্যানেজমেন্ট (Hotel management)
১২. ক্যাটারিং টেকনোলজি (Catering Technology)
১৩. কালেনারি সায়েন্সেস
১৪. এয়ারক্রাফট মেইনটেনেন্স (Aircraft Maintenance)
১৫. ভিজ়ুয়াল আর্টস অ্যান্ড সায়েন্স (Visual Arts And Science)
১৬.অ্যাভিয়েশন (Aviation)
উপরিক্ত বিষয়গুলি ছাড়াও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, যোগ ইত্যাদি বিষয়গুলি নিয়েও স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠদান করা যাবে না। কেবলমাত্র স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়েই নয় PHD বা MPhil-এর মত স্তরেও পাঠদান করতে পারবেন না কোন শিক্ষা প্রতিষ্ঠান।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RBU) উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় এই বিষয়টি নিয়ে জানান, ‘‘মূলত শিক্ষাব্যবস্থার উন্নতির স্বার্থেই এমন সিদ্ধান্ত। বেশির ভাগ প্র্যাক্টিক্যাল/ ল্যাবরেটরি ভিত্তিক বিষয়গুলিই রাখা হয়েছে। যে কোনও প্র্যাক্টিক্যাল ভিত্তিক বিষয় পড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানে গিয়ে পড়তে হয়। যা দূরশিক্ষা মাধ্যমে সমস্যা হতে পারে। সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হয়।’’
শিক্ষা মহলের একাংশের ধারণা এমন একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে UGC স্বীকৃতি প্রদান করে না এমন বিষয়ে পাঠদান করা হয়। এজন্য পড়ুয়ারা কোর্স শেষে সার্টিফিকেট হাতে পান না। ধীরে ধীরে শিক্ষার্থীরা জানতে পারেন যে, হয় ইউনিভার্সিটি UGC স্বীকৃত নয় অথবা যে বিষয়ে তারা পাঠ নিয়েছেন সেটি UGC স্বীকৃত নয়। তাই পরবর্তীতে পড়ুয়াদের যাতে আর কোনো সমস্যায় পড়তে না হয় সেই উদ্দেশ্যেই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
[ad_2]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।