বাংলার তাঁত শিল্পের প্রচারে এবার দেখা গেল জয়া আহসানকে। বাংলাদেশি সুরকার শায়ান চৌধুরী অর্ণব ও তাঁর নেতৃত্বে গড়ে ওঠা একটি দলের সঙ্গে তাঁতি নামক একটি গানে গলা মেলালেন জয়া। বাংলাদেশের তাঁত শিল্প, বিশেষ করে জামদানি শাড়ির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে।
পাশাপাশি এইসব তাঁতিদের নিজস্ব গানও রয়েছে, এবার সেরকমই একটা গানকে বেছে নেওয়া হল তাঁতশিল্পের প্রচারের জন্য। বাংলাদেশের একটি জনপ্রিয় মিউজিক স্টুডিয়োতে এই গানের পারফরম্যান্স করে অর্ণবের দলটি।
ইতিমধ্যেই গানটির একটি মিউজিক ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেই মিউজিক ভিডিয়োর শেষে ফ্রেমে ধরা দিয়েছেন জয়া আহসান। মূলত বন্ধু অর্ণবের কথাতেই এই কাজটি করতে আগ্রহী হয়েছেন। তাই, এখানে তিনি নিজেকে অভিনেতা নয়, অর্ণবের গানের দলের একজন সদস্য বলেই মনে করেন। জয়ার এই নতুন ধরনের কাজে সন্তুষ্ট তাঁর ভক্তরাও।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।