< তৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি

তৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি

31512023 2562 4e00 be3c 97542cfc6234
Spread the love

নির্বাচনী প্রচারে কে কীভাবে চমক দিতে পারে এখন যেন তারই টক্কর চলছে। প্রচারের ক্ষেত্রে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এর মধ্যে ব্যতিক্রম নন বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। একেবারে ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলতে চলেছেন তিনি। বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি […]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *