সুব্রত দে, ত্রিপুরা:- লোকসভা নির্বাচনের প্রচার অভিযান আজ থেকে শুরু করে দিল রাজ্য বিজেপি। বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার আজ প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে আজ টাউন হলে বিজেপির এক কর্মী সভা আয়োজন করা হয়। বিভিন্ন মন্ডল স্তরের নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব এদিনের এই সভায় উপস্থিত ছিলেন। রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য প্রদীপ প্রজ্জ্বলন করে এই সভার সূচনা করেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বহিরাজ্যে থাকায় আজকের এই সভায় অনুপস্থিত ছিলেন। প্রসঙ্গত আজকের এই সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের অনুপস্থিত ছিল আলোচনার বিষয়। আজকের এই বৈঠক থেকে একটিই আওয়াজ উঠে মোদিজীর হাতকে শক্ত করতে রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল ভোটে প্রার্থীদের জয়ী করতে হবে।
ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল রাজ্য বিজেপি।
