বসন্তের সবথেকে রঙিন দিনে বৃষ্টি ভিজলো বাংলা। দোলের (Dolyatra) সকালের রং ধুয়ে গেল রাতের বর্ষণে। আজ মঙ্গলবার দেশজুড়ে হোলি উৎসব (Holi Festival) পালিত হচ্ছে। হাওয়া অফিস (Weather Department) বলছে দক্ষিণবঙ্গে আজও মেঘলা আকাশ। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা কলকাতা (Kolkata) সহ শহরতলির বিভিন্ন অংশে। হাওয়া অফিসের কর্তারা […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।