< NSS ইউনিট এর উদ্যোগে আগরতলায় পালিত হল নারী দিবস

NSS ইউনিট এর উদ্যোগে আগরতলায় পালিত হল নারী দিবস

NSS ইউনিট এর উদ্যোগে আগরতলায় পালিত হল নারী দিবস
Spread the love

NSS: আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট এর উদ্যোগে পালিত নারী দিবস

 

সুব্রত দে, ত্রিপুরা:- ” বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ” । এই পৃথিবীতে যা কিছু সৃষ্ট , সব কিছু তেই নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। আজকের সময়ে দাড়িয়ে পুরুষের সাথে সমসাময়িক ভাবে পাল্লা দিয়ে নারী রাও এগিয়ে চলেছে জোর কদমে। তাই নারীদের বিশেষ ভাবে সন্মান জানাতে প্রতিবছর ৮ই মার্চ দিনটি বিশ্ব নারী দিবস রূপে পালিত হয়ে থাকে।

আজ ১১ই মার্চ রাজ্যের অন্যতম আগরতলা মহিলা কলেজের এনএসএস( NSS) ইউনিট ও লিগ্যাল সার্ভিস কমিটির যৌথ উদ্যোগে কলেজের বিজ্ঞান বিভাগীয় বিল্ডিং এ নারী দিবস উদযাপন কে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বার এসোসিয়েশনের সদস্য আইনজীবী ভবতোষ দেবনাথ, উপস্থিত ছিলেন মহিলা কলেজের দায়িত্ব প্রাপ্ত প্রিন্সিপাল সর্বরি নাথ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রীরা।

এদিনের অনুষ্ঠানে মূলত নারীদের আইন সংক্রান্ত নানা অধিকার ও বিষয়বস্তু নিয়ে এওয়ারনেস বাড়াতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *