< CAA: 'কারও নাগরিকত্ব যাবে না,'  নিশীথ প্রামাণিক !

CAA: ‘কারও নাগরিকত্ব যাবে না,’  নিশীথ প্রামাণিক !

CAA: 'কারও নাগরিকত্ব যাবে না,' বললেন  নিশীথ প্রামাণিক
Spread the love

CAA: ‘কারও নাগরিকত্ব যাবে না,’ বললেন  নিশীথ প্রামাণিক

 

ওয়েব ডেস্ক:-  লোকসভা নির্বাচনের মুখে সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) লাগু করল মোদী সরকার। এই নয়া আইনে কারও নাগরিকত্ব যাবে না বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন প্রসঙ্গে বলে গিয়ে জানান, এই আইনের জন্য কারও যদি নাগরিকত্ব হারায় তবে তিনি তা মেনে নেবেন না। তবে আইনটি বিস্তারিত পড়েই এ বিষয়ে মন্তব্য করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন, আইনের জন্য কারও নাগরিকত্ব যাওয়ার কোন প্রশ্ন নেই।

নিশীথ প্রামাণিক বলেন, ‘আমরা বারবার বলেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ তৈরি হয়েছে বাস্তবায়নের জন্য। অসংখ্য মানুষ যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এই আইন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসু হবে। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। আমি ক্যামেরার সমানে বলছি কারও নাগরিকত্ব কেড়ে নেবে না এই আইন।’

এই আইন প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সে লিখেছেন, ‘মোদীর গ্যারেন্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারেন্টি। ১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত মতুয়া জনগোষ্ঠী সমাননাগরিকত্বের দাবিতে সেচ্চার হয়েছেন। আজ সেই অপেক্ষার অবসান হল। সিএএ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। আজ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে স্মরণ করি এবং পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করি।’

মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন. ‘যদি ক্যা দেখিয়ে, এনআরসি দেখিয়ে যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব বাতিল করা হয় তবে প্রতিবাদ করব। ক্যার নাম করে ডিটেনশন ক্যাম্পে সেটা মানব না। এটা জাস্ট প্রতারণা। ছলনা। এতে কেউ খুশি হলে আমি খুশি হব। কেউ দুঃখ পেলে আমি দুঃখ পাব। আমি মনে করি এখানে সকলে যারা আছেন তাঁরা সকলেই নাগরিক। এই নয়া আইন আগের অধিকারগুলিকে বাতিল করে দেবে না তো?’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কারও নাগরিকত্ব যাবে না। মুখ্যমন্ত্রী মুসলমানদের সিএএ নিয়ে ভুল বুঝিয়ে ছিলেন। সেটা এবার প্রমাণ হয়ে যাবে। ‘

 

Source By bangla.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *