< পথশ্রী প্রকল্প এর রাস্তার শুভ উদ্বোধন মালদা জেলা পরিষদের

পথশ্রী প্রকল্প এর রাস্তার শুভ উদ্বোধন মালদা জেলা পরিষদের

Malda Zilla Parishad inauguration of Pathashree prokolpo's road, পথশ্রী প্রকল্প
Spread the love

মালদা জেলা পরিষদের পথশ্রী প্রকল্প এর  রাস্তার শুভ উদ্বোধন

 

দেবাশিস পাল,মালদা:- মালদা জেলা পরিষদের অর্থনুকুলে ৫ টি প্রকল্প শুভ উদ্বোধন হয়ে গেল বামনগোলা ব্লকে। শনিবার সকালে বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের অন্তর্গত পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়। জানা গেছে মালদা জেলার পরিষদের অর্থনূকূলে প্রায় ২২ লক্ষ্য ৬৭ হাজার টাকা বরাদ্দেবামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের অন্তর্গত বটতলা হইতে মুরলীপাড়া মসজিদ পর্যন্ত ঢালাই রাস্তার শুভ সূচনা করা হয়। এদিন নারকেল ফাটিয়ে ফিতা কেটে পথশ্রী প্রকল্প এর কাজের শুভ সূচনা করা হয়। চারি পাশাপাশি দুটি রাস্তা একটি হাইড্রেন ও কমিউনিটি হলের কাজের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদেরকর্মাধ ক্ষা পূর্ণিমা দাস বাড়োই,ও মালদা জেলার পরিষদের সদস্য অশোক সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *