নিজস্ব প্রতিবেদন: বেসরকারি সংস্থা Hulladek Recycling বর্জ্য ব্যবস্থাপনায় RG Cellular-এর সঙ্গে যৌথ উদ্যোগে ‘Drop E-Waste’ নিয়ে এল।
শুক্রবার শহরের এক পাঁচতারা মলে উপস্থিত হয়েছিলেন মডেল ও টেলি অভিনেত্রী দর্শনা বণিক। এছাড়াও ছিলেন আরজি সেলুলার ডিরেক্টর রবি গুপ্ত ও Hulladek Recycling সংস্থার চেয়ারম্যান ও এমডি পরিচালক নন্দন মল। আবর্জনা নিষ্কাসনের ক্ষেত্রে ই-বর্জ্য নিষ্পত্তিতে ‘ড্রপ ই-ওয়েস্ট’ নয়া উদ্যোগ।
Hulladek Recycling সংস্থার চেয়ারম্যান ও এমডি নন্দন মল এই বিষয়ে বলেন, “আমরা ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ব্যক্তিদের টেকসই অনুশীলনগুলি গ্রহণ করতে উত্সাহিত করার লক্ষ্য নিয়েছি”।
আরজি সেলুলার ডিরেক্টর রবি গুপ্ত বলেন, প্রায় ২ দশক ধরে ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় থাকার কারণে, আমরা ই-বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বুঝতে পারি। একজন দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হিসাবে, আমরা ইলেকট্রনিক বর্জ্যের পরিবেশগত প্রভাব কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।