< পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 29)

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 29)

IMG 20240528 214647.webp
Spread the love

 

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

IMG 20240528 214647

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 29। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?

A. জয়নাল আবেদীন
B. হুসেন শাহ
C. বলবন
D. সুজাউদ্দৌলা

উঃ – জয়নাল আবেদীন ।

2. হিন্দুস্থানের তোতাপাখি কে?

A. আমির খসরু
B. মালিক মুহাম্মদ জায়সী
C. রায় ভনমল
D. পুরন্দর খান

উঃ – আমির খসরু।

3. তিমি মাছের শ্বাস যন্ত্রটি হল-

A. ফুলকা
B. ফুসফুস
C. ফুলকা ও ফুসফুস উভয়
D. বায়ুথলি

উঃ – ফুসফুস।

4. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি?

A. তিস্তা মিলি
B. রায়ডাক
C. মেছি
D. মাতলা

উঃ – রায়ডাক।

5. কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন?

A. রবার্ট ক্লাইভ
B. ওয়ারেন হেস্টিং
C. লড রিপন
D. লর্ড ক্যানিং

উঃ – রবার্ট ক্লাইভ

6. আপেলের মধ্যে কোন অ্যাসিড টি পাওয়া যায়?

A. সাইট্রিক অ্যাসিড
B. ম্যালিক অ্যাসিড
C. অ্যাসিটিক অ্যাসিড
D. ল্যাকটিক অ্যাসিড

উঃ – ম্যালিক অ্যাসিড

7. একজন চাঁদে কোন শব্দ শুনতে পায় না কারণ সেখানে নেই

A. জল
B. বায়ুমণ্ডল
C. আলো
D. কোনটিই নয়

উঃ – বায়ুমণ্ডল

8. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন?

A. রাজাধিরাজ
B. রাজরাজ
C. প্রথম রাজেন্দ্র চোল
D. দ্বিতীয় রাজেন্দ্র চোল

উঃ – প্রথম রাজেন্দ্র চোল।

9. পূর্ব ও পশ্চিমঘাট এর সংযোগস্থল হল

A. পালনী পর্বত
B. পালঘাট গিরিপথ
C. নীলগিরি পর্বত
D. আন্নামালাই পর্বত

উঃ – নীলগিরি পর্বত।

10. সিঙ্কোনা গাছ থেকে যে উপক্ষারটি পাওয়া যায় তা হল
A. রেসারপিন
B. মরফিন
C. নিকোটিন
D. কুইনাইন

উঃ – কুইনাইন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *