কিছুদিনের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের পরীক্ষা এবং এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত ক্লার্কশিপের পরীক্ষা। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 1। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ও ক্লার্কশিপ পরীক্ষায় পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
1. সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি খবরে এসেছে , এটি কোন রাজ্যে ?
A. মধ্যপ্রদেশ
B. রাজস্থান
C. ওড়িশা
D. উত্তর প্রদেশ
Ans – উত্তর প্রদেশ।
2. জল থেকে মাইক্রো প্লাস্টিক ফিল্টার করার জন্য কোন দেশের বিজ্ঞানীরা একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন ?
A. ভারত
B. দক্ষিণ কোরিয়া
C. অস্ট্রেলিয়া
D. সংযুক্ত আরব আমিরাত
Ans – দক্ষিণ কোরিয়া।
3. কোন জেলা সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত ?
A. দক্ষিণ দিনাজপুর
B. পশ্চিম মেদিনীপুর
C. পুরুলিয়া
D. ঝাড়গ্রাম
Ans – ঝাড়গ্রাম।
4. সৌরজগতের সবচেয়ে বড় বামন গ্রহ কোনটি ?
A. প্লুটো
B. এরিস
C. সেরেস
D. মাকিমাকি
Ans – এরিস।
5. কোন যন্ত্রের দ্বারা তাপীয় তরঙ্গ পরিমাপ করা হয় ?
A. অডিওমিটার
B. এক্সেলেরোমিটার
C. ব্যারোমিটার
D. রেডিও মাইক্রোমিটার
Ans – রেডিও মাইক্রোমিটার।
6. নিম্নের কে “অপেরা কিং” নামে পরিচিত ?
A. শিশির কুমার ভাদুড়ী
B. গিরিশচন্দ্র ঘোষ
C. প্রমথেশ বড়ুয়া
D. রামতারণ সান্যাল
Ans – রামতারণ সান্যাল।
7. বিশ্বের সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ কোনটি ?
A. ভারত
B. আইভরি কোস্ট
C. আর্জেন্টিনা
D. ব্রাজিল
Ans – আইভরি কোস্ট।
8. প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয় ?
A. 5 জুন
B. 6 জুন
C. 7 জুন
D. 8 জুন
Ans – 7 জুন।
9. “Indian for Indians ” – বইটির লেখক কে ?
A. রমেশ পোখরিয়াল
B. সুভদ্রা সেনগুপ্তা
C. সুধা মূর্তি
D. চিত্তরঞ্জন দাস
Ans – চিত্তরঞ্জন দাস।
10. গীতাঞ্জলি শ্রী এর “Tomb of Sand” বইটি কে ইংরেজিতে অনুবাদ করেছেন ?
A. আনা মোশোভাকিস
B. ডেইজি রকওয়েল
C. মেরিলিন বুথ
D. মিশেল হাচিসন
Ans – আনা মোশোভাকিস।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত ও ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।