কোভিড পর্বে কাজ হারানো রাজ্যের প্রতিভাবান স্বর্ণশিল্পীরা যাতে এখানেই কাজের সুয়োগ পান রাজ্য সরকার সে বিষয়ে উদ্যোগী হয়েছে। এজন্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি গয়না শিল্প তালুক তৈরি করা হয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগের উদ্যোগে তৈরি ওই শিল্প তালুক আগামী মাস থেকেই কাজ শুরু করতে পারে বলে রাজ্যের ক্ষুদ্রশিল্প অধিকরণের যুগ্ম অধিকর্তা মৌ সেন […]