পুরুষ হওয়ার অপারেশন করতে গিয়ে দেখলেন ৫ মাসের গর্ভবতী এক ট্রান্সজেন্ডার

WhatsApp Image 2024 02 20 at 8.02.29 PM
Spread the love

ম্যাস্টেক্টমি অর্থাৎ স্তন অপসারণ করিয়েছেন সবেমাত্র। তারপরেই জানতে পারলেন ৫ মাসের গর্ভবতী তিনি। সন্তান আসতে চলেছে। রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ অপারেশনের আগেই তিনি জেনে গিয়েছেন। একজন ট্রান্সজেন্ডার পুরুষ মার্কোর সঙ্গে এমনই অবাক ঘটনা ঘটে গিয়েছে ইতালিতে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘মার্কো’ নামে পরিচিত ওই ব্যক্তি যখন জরায়ু অপসারণের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখনই তার গর্ভাবস্থা সম্পর্কে জানতে পারেন ডাক্তাররা।জরায়ু অপসারণের প্রস্তুতিতে একাধিক ওষুধ খেয়েছেন ওই ব্যক্তি। তাও গর্ভধারণ করলেন কীভাবে? কারণ, হরমোন থেরাপি মাসিক চক্রকে বাধা দেয়, তবে এটি গর্ভনিরোধক হিসেবে কাজ করে না বলেই জানিয়েছেন ডাক্তাররা। তাই যাঁরা যৌন পরিবর্তনের থেরাপি করছেন, তাঁরা থেরাপির সময় অনুমোদিত গর্ভনিরোধক ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *