প্রেমিক কে বিয়ে করার জন্য নিজের শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে খুন করল মা
ওয়েব ডেস্ক:- নিজের পাঁচ বছরের সন্তানকে কীটনাষক খাইয়ে খুনের অভিযোগে মা সহ তিন জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার ইন্দিরা কলোনিতে। খুনের ঘটনার সাক্ষী রিঙ্কুর ঠাকুমা আরতি দাসের অভিযোগ, ছয় বছর আগে আসানসোলের বাসিন্দা খোকন দে’র সঙ্গে রিঙ্কুর বিয়ে হয়। বিয়ের তিন বছরের মাথায় শ্বশুরবাড়ি থেকে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসে রিঙ্কু। ২০২২ সাল থেকে রায়গঞ্জের অশোকপল্লির বাসিন্দা পুলকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে সে।
প্রেমিক পুলককে বিয়ে করার জন্য নিজের শিশু সন্তানকে খুন করেছে রিঙ্কু। গোটা ঘটনাটি দেখে ফেলার পর তিনি রবিবার মা রিঙ্কু সহ তিঞ্জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে অভিযুক্ত মা রিঙ্কু দাস(২৮), দিদা লক্ষ্মী দত্ত দাস(৪১) ও রিঙ্কুর প্রেমিক পুলক চৌহানকে(৩২) গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে রিঙ্কু ও লক্ষ্মীকে ১৪ দিনের জেল হেপাজতের এবং এছাড়াও পুলককে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।