< বর্ষা শুরুর আগেই বন্যা নিয়ন্ত্রণে প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ সেচ দফতরের

বর্ষা শুরুর আগেই বন্যা নিয়ন্ত্রণে প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ সেচ দফতরের

irrigation
Spread the love

বর্ষা শুরুর আগেই বন্যা নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে সেচ দফতর (Irrigation Department) জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। পয়লা জুনের মধ্যে বাঁধ মেরামতি, স্লুইস গেট নির্মাণ ও সংস্কার, সেচ খালগুলি থেকে পলি তোলার মতো যাবতীয় কাজ সেরে ফেলতে বলা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে এই খাতে ৬৬ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, বর্ষার (Monsoon) আগে কাজ করার যাতে কাজের পর্যাপ্ত সময় পাওয়া যায়, তার জন্য গত ফেব্রুয়ারি মাসেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল বলে দফতর সূত্রে খবর। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগে টেন্ডার ডেকে ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

 

বন্যা নিয়ন্ত্রণের কাজের জন্য বিভিন্ন সামগ্রী যেমন, মাটি, বালি, বালির বস্তা, বাঁশ, পাম্প প্রভৃতি কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্লুইস গেট, রেগুলেটর প্রভৃতি রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করার যাবে। বাঁধ সংস্কার সহ বিভিন্ন জায়গায় মেরামতির কাজের জন্য টাকা দেওয়া হবে। বিভিন্ন ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন, তার সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেচ আধিকারিকরা জানিয়েছেন, আর্থিক বছর শুরু হওয়ার অনেক আগে টাকা বরাদ্দ করায় খুবই সুবিধা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ, অনেক সময় বর্ষার (Monsoon) শুরুতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার নজির রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *