বাংলা পানের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেতে এবার আবেদন জমা পড়ল। সিল্যাক অ্যান্ড ফরেস্ট প্রোডাক্টস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল এই স্বীকৃতির জন্য আবেদন জমা করেছে। ‘কৃষি’ বিভাগে এই আবেদন জমা পড়েছে।কোনও একটি নির্দিষ্ট এলাকায় কোনও পণ্য প্রসিদ্ধি লাভ করলে, সেই এলাকার নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে ওই পণ্য। সেই স্বীকৃতিকেই জিআই তকমা বলা হয়। […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।