বিজেপি শাসিত রাজ্যে রমরমিয়েই চলছে নেশার ব্যবসা ! আটক ৫, উদ্ধার কোটি টাকার নেশার সামগ্রী
ওয়েব ডেস্ক:- বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় রমরমিয়েই চলছে নেশার বানিজ্য। গোপন খবরের ভিত্তিতে রবিবার উত্তর ত্রিপুরা ধর্মনগরে একটি নম্বরহীন নতুন বোলেরো গাড়িকে থামিয়ে পুলিশ তল্লাশি চালাতেই বিপুল পরিমান নেশাদ্রব্য সমেত ৩ জনকে আটক করে। এই ঘটনার পর পুলিশের প্রাথমিক অনুমান, সম্প্রতি আগরতলা সমেত রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে নেশা বানিজ্যের প্রভাব রয়েছে।
বাগপাশা থানার পুলিশ জানায়, উদ্ধার হওয়া নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য ৫ কোটি টাকা। জেলা পুলিশ সুপার জানান, গোপন খবরের ভিত্তিতে বাগপাশা থানার পুলিশ নম্বরহীন নতুন বোলেরো গাড়িকে থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ কোটি টাকার নেশার সামগ্রী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গাড়ি সহ তিন জনকে আটক করে। বর্তমানে নানা ধরণের ড্রাগ পাচারের আন্তর্জাতিক করিডর এখন ত্রিপুরা।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।