বামদের বঞ্চনার অবসান ঘটাবে বিধায়ক তফাজ্জল হোসেন! খুশি এলাকাবাসী
সুব্রত দে, ত্রিপুরা, প্রতিনিধি :- বামদের বঞ্চনার অবসান ঘটাবে বিধাযক তফাজ্জল হোসেন। দীর্ঘ প্রায় ত্রিশ বছর ধরে বক্সনগর বিধানসভার এলাকার ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার ১ নং ওয়ার্ডের বড়টেপা এলাকা থেকে আড়ালীয়া যাওয়ার রাস্তাটি নির্মাণ করতে পারেনি বামেরা। বার বার পঞ্চায়েত-ব্লকে গিয়েও রাস্তাটি মেলেনি এলাকার জন সাধারণের। বামেদের কোনো বিধায়কও একবার এসে দেখে যায়নি রাস্তাটি কিন্তু ইতিহাস বদলে দিচ্ছে বিধায়ক তফাজ্জল।
নির্বাচনের আগের প্রতিশ্রুতি মোতাবেক আজ বিধায়ক তফাজ্জল হোসেন ইঞ্জিনিয়ার দের নিয়ে এসে রাস্তাটি নির্মাণের জন্য পরিদর্শন করে যায় এবং আশ্বাস দেয় খুব শীঘ্রই রাস্তাটি নির্মাণ হবে।উনি পরিদর্শনে আসায় গ্ৰাম বাসীও খুশি ধন্যবাদ জানায় বিধায়ককে। তবে পরিদর্শনেই যেন আটকে না থেকে রাস্তাটি দ্রুত নির্মাণ হয় তার জন্য আবেদন জানায় স্থানীয়রা।
এইদিকে সাংবাদিকের প্রশ্ন উওরে বক্সনগর ও সোনামুড়া সড়ক সংস্কার হবে বলেও জানায় বিধায়ক তফাজ্জল। এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন তিনি।বিধায়ক হবার পর প্রত্যেক দিন এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছে তিনি উনার এই কাজ কর্ম দেখ খুশি এলাকার জন সাধারণ।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।