ঢাক বাজিয়ে, উলু দিয়ে ৮ থেকে ৮০ আজ হাজির জনগর্জন সভায়।
ওয়েব ডেস্ক:- রবিবাসরীয় সকালে এক আলাদা মেজাজে মহানগরী। ছুটির অলসতা ঝেড়ে ফেলে শহর আজ চনমনে। সকাল থেকেই রাস্তায় প্রচুর মানুষ, মুখে একটাই স্লোগান ‘ পায়ে পায়ে উড়িয়ে ধুলো, আজ সবাই ব্রিগেড চলো’। মমতা বন্দ্যোপাধ্যায় – অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মানুষকে একজোট হওয়ার ডাক দেন তখন ব্রিগেড দেখে জনসুনামি। এবারেও সেই ছবি এতটুকু বদলায়নি।
হাওড়া হোক বা হাজরা, শিয়ালদহ হোক বা শ্যামবাজার ঢাক বাজিয়ে, উলু দিয়ে ৮ থেকে ৮০ আজ হাজির জনগর্জন সভায়। রঙিন রবিবার দেখল শহর কলকাতা। গত তিনদিন ধরেই জেলা থেকে দলে-দলে তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডে জড়ো হচ্ছেন। সভায় যোগ দিতে সন্দেশখালি থেকেও এসেছেন মহিলারা। কোথাও ওয়াশিং মেশিন নিয়ে অভিনব প্রতিবাদ আবার কোথাও লক্ষ্মীর ভাণ্ডারের মডেল নিয়ে মমতা সরকারকে ধন্যবাদ তৃণমূল কর্মীদের ।
তাঁদের একটাই গর্জন, “দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চাই।” মহিলা -পুরুষ, নবীন -প্রবীণ আজ ব্রিগেড জুড়ে নানা ধর্ম, সম্প্রদায়,জাতি, ধর্মের মানুষ হাজির হয়েছেন। জনগর্জন সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে তৃণমূল।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।