লোকসভা ভোটের প্রাক্কালে আবারো উত্তপ্ত মালদার মানিকচক
দেবাশিস পাল,মালদা:- লোকসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনো। লোকসভা ভোটের প্রাক্কালে আবারো উত্তপ্ত মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলার যেসারত টোলা এলাকা। দিনে দুপুরে বোমা বিস্ফোরণের অভিযোগ গোপালপুরে।
মঙ্গলবার বিকট শব্দ শুনতে পায় স্থানীয় মানুষজন। তার সঙ্গে দেখতে পাই পুঞ্জ পুঞ্জ ধোঁয়া। বিকট শব্দ ও ধোয়াতে স্থানীয়রা অনুমান করেন বোমা বিস্ফোরণ ঘটেছে। বোমা বিস্ফোরণের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসরোতটোলা এলাকায়। একটি বোমা বিস্ফোরণ হয় বলে জানাচ্ছেন স্থানীয়রা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।কি ভাবে এই ঘটনা ঘটলো তানিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।