আজ, মঙ্গলবার বর্ণাঢ্য পদযাত্রা করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোলের বিদায়ী সাংসদ ও তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধায়ের প্রশংসাও করলেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিরষ্কার করে শত্রুঘ্ন জানান, বাংলা আর আসানসোল তাঁকে ফের উচিত শিক্ষা দেবে বলেও দাবি করলেন। এদিন সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ সহধর্মিনী পুনমকে সঙ্গে […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।