< মালদ্বীপে তিব্বত থেকে ১৫০০ টন খাবার জল পাঠাল চীন

মালদ্বীপে তিব্বত থেকে ১৫০০ টন খাবার জল পাঠাল চীন

Screenshot 2024 03 29 224546
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক : এবার মালদ্বীপে বিশুদ্ধ খাবার জলপাঠিয়েছে চীন। মালদ্বীপ থেকে ১৫ শ’ টন জলবোঝাই জাহাজ ইতোমধ্যেই মালদ্বীপে পৌঁছেছে।

Screenshot 2024 03 29 224546

গত নভেম্বরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ইয়ান জিহাইয়ের মালদ্বীপ সফরের সময় এই জল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়।

তিব্বতের হিমবাহ থেকে এই জল সংগ্রহ করা হয়েছে। এই জল খুবই পরিষ্কার, বিশুদ্ধ ও খনিজসমৃদ্ধ। তিব্বতের ওই অঞ্চলে উচ্চ-মূল্যের প্রিমিয়াম ব্র্যান্ডের পানি উৎপাদন করা হয়।

চীন কয়েকটি ফ্রন্টে মালদ্বীপকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে।

মালদ্বীপে ২৬টি অ্যাটল এবং ১,১৯২টি দ্বীপ রয়েছে। এসব এলাকায় ভূগর্ভস্থ এবং মিষ্টি জল বেশ দুর্লভ। জলবায়ু পরিবর্তনের ফলে পানির সঙ্কট আরো প্রকট হচ্ছে।

মালদ্বীপ ২০১১ ও ২০১৫ সালে জাতিসঙ্ঘ তহবিলে পরিস্থিতি উন্নয়নে চেষ্টা চালিয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়।

ভারত ২০১৪ সালের ডিসেম্বরে মালে ওয়াটার অ্যান্ড সুয়্যারেজ কোম্পানি কমপ্লেক্সে ভয়াবহ আগুনের পর প্রকট জল সঙ্কটের সময় ‘অপারেশন নির’ পরিচালনা করেছিল।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *