ভার্চুয়াল জলপ্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী
দেবাশিস পাল,মালদা:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ভার্চুয়াল বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, জেলা পরিষদের সহ-সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক আব্দুল রহিম বকশি, সাবিত্রী মিত্র সহ অন্যান্য আধিকারিকরা।
সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও পথশ্রী, জলপ্রকল্প, বাজার উন্যয়ন সহ বেশ কিছু প্রকল্পের প্রায় সাতষট্টি কোটি টাকার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মালদা টাউন হলে বেশ কিছু উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করা হয়।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।