< TVS Jupiter 110 লঞ্চ করল কলকাতায়

TVS Jupiter 110 লঞ্চ করল কলকাতায়

মোটরবাইকের বাজারে TVS নিয়ে এল নয়া Jupiter 110
Spread the love

দু চাকার বাইক এবং তিন চাকার গাড়ি প্রস্তুতকারক সংস্থা টিভিএস মোটর নিয়ে এল নতুন TVS Jupiter 110. নয়া এই স্কুটার উন্মোচন করেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড কমিউটার বিজনেস অ্যান্ড হেড কর্পোরেট ব্র্যান্ড অ্যান্ড মিডিয়া অনিরুদ্ধ হালদার।

তিনি বলেন “ TVS Jupiter 110 গত এক দশক ধরে টিভিএস মোটর স্কুটার পোর্টফোলিওর কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করেছে। এত বছরে ধরে ৬.৫ মিলিয়ন পরিবার এই প্রোডাক্টে বিশ্বাস রেখেছেন, যা এই ব্র্যান্ডকে ভারতের সবচেয়ে বড় যানবাহনের ব্র্যান্ডগুলোর অন্যতম করে তুলেছে। নতুনভাবে পরিকল্পিত TVS JUPITER-এ জিয়াদা কা ফায়দার মূল ডিএনএ আরও একবার প্রতিষ্ঠা করা হয়েছে।

মনোমত টর্ক, ব্যবহারযোগ্য প্রচুর ফাঁকা জায়গার সঙ্গে সমসাময়িক ডিজাইন, উন্নততর জ্বালানি সাশ্রয়কারী ক্ষমতা এই স্কুটারকে অন্য স্তরে উন্নীত করেছে। এই অবস্থান ক্রেতাদের আনন্দ দেবে এবং TVS Jupiter ব্র্যান্ডের জন্য তৈরি করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *