রণবীর সিংয়ের বিকৃত ভিডিয়ো নিয়ে ,মহারাষ্ট্রের সাইবার সেলের মামলা দায়ের

 

ভোটের  সময় ডিপফেকের রমরমা বাড়ছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে  দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে।ফেকভিডিয়োর পর এবার ডিপফেক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক নির্বাচনের আবহে। রণবীর সিংকে  নিয়ে ডিপফেক ভিডিয়ো তৈরির অভিযোগ ওঠে।

ডিপফেক ভিডিয়োয় দেখানো হয়,  বারানসীতে দাঁড়িয়ে ভোট দেওয়ার  নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করছেন  ।কেন  বেকারত্ব বাড়ছে, কেন মানুষের কষ্ট বেড়েছে তা নিয়ে ভিডিয়োয় তুলে ধরেছেন রণবীর। এই ভোট প্রচারের উদ্দেশ্যে তৈরি করা বিকৃত ভিডিয়োয় দেখা যাচ্ছে,রণবীর সিং মানুষকে বোঝানোর চেষ্টা করছেন,কেন বিজেপিকে সমর্থন করা উচিত নয়,কেন কংগ্রেসকে সমর্থন করা দরকার।

ভোট ফর কংগ্রেসের নামে সেই বিকৃত ভিডিয়ো ঘিরে বিতর্ক বাঁধে।এবার সেই ঘটনায় মামলা দায়ের করল মহারাষ্ট্রের সাইবার সেল।কেন এই ধরণের ডিপফেক ভিডিয়ো না জেনে বুঝে আপলোড করা হয়েছে,তা জানতে চেয়ে  এক্স সংস্থার কাছে তথ্য তলব করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *