রাশি অনুযায়ী জেনে নিন কার আসক্তি কিসে বেশি? প্রেম-যশ-খ্যাতি!
সব মানুষেরই কোনও না কোনও জিনিসের উপর আসক্তি থেকে। রাশি অনুযায়ী তার পার্থক্য হয়। কারও ইতিবাচক তো কারও নেতিবাচক আসক্তি বেশি হয়। আমাদের কিছু সু-অভ্যাস ও কিছু কু-অভ্যাস থাকে যা আমদের খুব দ্রুত বদলে ফেলা প্রয়োজন। জেনে নিই কোন রাশির কোন জিনিসের উপর আসক্তি বেশি
মেষ রাশি – অন্যদের ভাবনা নিয়ে খুব বেশি ভাবেন আপনি। এর ফলে সব বিষয়ে পিছিয়ে যান। তাই নিজের ভাবনার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই শ্রেয় হবে।
বৃষ রাশি – অন্যদের চিন্তাকে দমিয়ে রাখার অভ্যাস বদলে ফেলতে হবে। নিজের কলা-কৌশল সব সময় দেখানোর চেষ্টা না করাই ভাল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন।
মিথুন রাশি – নিজের মানসম্মানের হানি আপনি একদম মেনে নিতে পারেন না। একটুতেই ক্ষেপে ওঠেন। যার ফলে সমাজে চলতে অসুবিধে হতে পারে। একটু নরম হওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি – আপনি চান অন্যরা আপনাকে নিয়ে খুব বেশি মেতে থাক। আর তা না হলেই মনঃক্ষুণ্ণ হন। এই সব অভ্যাস ত্যাগ করে জীবনে আনন্দ উপভোগ করুন।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।