< রাশি অনুযায়ী জেনে নিন কার আসক্তি কিসে বেশি?

রাশি অনুযায়ী জেনে নিন কার আসক্তি কিসে বেশি?

রাশি অনুযায়ী জেনে নিন কার আসক্তি কিসে বেশি ? অনুযায়ী
Spread the love

রাশি অনুযায়ী জেনে নিন কার আসক্তি কিসে বেশি? প্রেম-যশ-খ্যাতি!

 

 

সব মানুষেরই কোনও না কোনও জিনিসের উপর আসক্তি থেকে। রাশি অনুযায়ী তার পার্থক্য হয়। কারও ইতিবাচক তো কারও নেতিবাচক আসক্তি বেশি হয়। আমাদের কিছু সু-অভ্যাস ও কিছু কু-অভ্যাস থাকে যা আমদের খুব দ্রুত বদলে ফেলা প্রয়োজন। জেনে নিই কোন রাশির কোন জিনিসের উপর আসক্তি বেশি

 

মেষ রাশি – অন্যদের ভাবনা নিয়ে খুব বেশি ভাবেন আপনি। এর ফলে সব বিষয়ে পিছিয়ে যান। তাই নিজের ভাবনার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই শ্রেয় হবে।

বৃষ রাশি – অন্যদের চিন্তাকে দমিয়ে রাখার অভ্যাস বদলে ফেলতে হবে। নিজের কলা-কৌশল সব সময় দেখানোর চেষ্টা না করাই ভাল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন।

মিথুন রাশি – নিজের মানসম্মানের হানি আপনি একদম মেনে নিতে পারেন না। একটুতেই ক্ষেপে ওঠেন। যার ফলে সমাজে চলতে অসুবিধে হতে পারে। একটু নরম হওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি – আপনি চান অন্যরা আপনাকে নিয়ে খুব বেশি মেতে থাক। আর তা না হলেই মনঃক্ষুণ্ণ হন। এই সব অভ্যাস ত্যাগ করে জীবনে আনন্দ উপভোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *