একাধিক নতুন রাস্তা নির্মানের সূচনা ভাঙড়ে
নিজস্ব প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভাঙড়ে একাধিক নতুন রাস্তা নির্মানের সূচনা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর এই অনুষ্ঠানে তিনি তীব্র আক্রমন করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেন, এতদিন আপনি মানুষের রায় দিয়েছেন। এবার মানুষ আপনার রায় দেবে, এটা যেন মাথায় থাকে। এবার আপনাকে জো হুজুর, জো হুজুর করতে হবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নির্দেশে জল তুলতে হবে। আগে উনি লোককে নির্দেশ দিতেন, এখন বিজেপি নেতার ওনাকে নির্দেশ দেবেন। ‘ শুক্রবার ভাঙড় ২ ব্লকের কাশীপুর শেষ মোড়ে রাস্তার উদ্বোধনে এসে এভাবেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। তিনি আরও বলেন, বিচারকের চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেসকে অপমান, অপদস্থ করেছে এই কুলাঙ্গারের বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই করতে হবে। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।