জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে দেওয়াল লিখন শুরু তৃণমূল কংগ্রেসের
জলপাইগুড়ি:- কোলকাতার ব্রিগেডে প্রার্থীর নাম ঘোষণার পরেই জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ধুপগুড়ি বিধায়ক ডাঃ নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু কর্মী সমর্থকদের।
সোমবার ধুপগুড়ির পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়াল লিখন । তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তথা লোকসভা নির্বাচনের জলপাইগুড়ি জেলা কনভেনার রাজেশ কুমার সিং এর উদ্যোগে দেওয়ার লিখন শুরু হয়।
অন্যদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরূপ দে এর নেতৃত্বে ১০ নম্বর ওয়ার্ডে ও জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়। অন্যদিকে বিজেপির তরফ থেকে জলপাইগুড়ি জেলার প্রার্থীর নাম এখনও ঘোষণা করতে পারেনি স্বাভাবিকভাবেই প্রচারে ঝর তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস।