শাস্তি পাওয়ার পরও রাগ কমছে না বিরাট কোহলির। গত রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আউট হওয়ার পরই রাগে ফেঁটে পরেন কোহলি । আম্পায়রদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। এর ফলে শাস্তিও হয় তাঁর। ম্যাচ ফির অর্ধেক জরিমানাও হয় কোহলির। কিন্তু এত কিছুর পরও রাগ কমছে না বিরাটের। নিজে কোনও মন্তব্য না করলেও সোশাল মিডিয়ায় […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।