শিয়ালদহ শাখায় বাতিল ১৪৩টি লোকাল সাথে এক্সপ্রেসও! দু’দিন পূর্ব রেলর যাত্রী ভোগান্তির আশঙ্কা !
ওয়েব ডেস্ক:- আগামি ১৬ ও ১৭ শনি ও রবিবার শিয়ালদহ শাখায় ১৪৩টি ট্রেন বাতিল থাকবে বলে জানাল পূর্ব রেল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে,দমদম স্টেশনে ৫২ ঘণ্টা টানা নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে।
রেলের তরফে যাত্রীদের উদ্দেশে পরামর্শ, এই দু’দিন যেন ট্রেন বাতিলের কথা মাথায় রেখেই পরিকল্পনা করেন যাত্রীরা।
রেলের তরফে আরো জানানো হয়, এই শাখায় মোট ৮৯২টি ট্রেন চলে। তার মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। অর্থাৎ ৩৭ শতাংশ ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেন ছাড়াও শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস এই ৩টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।