< শ্রীকান্ত বোল্লার বায়োপিকে কোনও রিমেক ছাড়াই ফিরে এল উদিত নারায়ণের কন্ঠে ‘পাপা কাহতে হ্যায় 2.O’

শ্রীকান্ত বোল্লার বায়োপিকে কোনও রিমেক ছাড়াই ফিরে এল উদিত নারায়ণের কন্ঠে ‘পাপা কাহতে হ্যায় 2.O’

SRIKANTH
Spread the love

 

জন্মান্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিকে দেখা যেতে চলেছে অভিনেতা রাজকুমার রাওকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। সেই ট্রেলারে স্ক্রিনে উসকো খুসকো চুলে ধরা দিয়েছিলেন রাজকুমার রাও। আর এবার সামনে এল ছবির দ্বিতীয় গান ‘পাপা কাহতে হ্যায়’।

তবে, আটের দশকের সুপারহিট গানের কোনো রিমেক নয়, উদিত নারায়ণের কন্ঠে অরিজিনাল গানটিকেই বেছে নেওয়া হল এই রিয়েল লাইফ স্টোরির জন্য। এই গানে অন্ধ শ্রীকান্ত বোল্লার জীবনী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা রাজকুমার রাও। এই ছবিতে অন্ধের জন্য নিজের লুকের আমূল পরিবর্তন করেছেন অভিনেতা। এই ছবিতে রাজকুমারের সঙ্গী হয়েছেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলায়া এফ। দুজনের এই রসায়ন ধরা পড়ল গানের শেষ দৃশ্যে।

বরাবর অভিনেতা রাজকুমার রাও পর্দায় যা করেন, তাই যেন সোনা ফলায়। এবার তিনি আসছেন অন্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লার হয়ে। এবার তিনি কতটা দর্শকের মন জয় করতে পারে তা জানা যাবে ছবির মুক্তির পরই। শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিক ‘শ্রীকান্ত’ মুক্তি পাবে চলতি বছর ১০ মে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *